কবিমুখে ঝরে সদা আশাতুর বাণী,
হিংসা-মোহহীন কথা সতত কল্যাণী।
প্রজ্ঞাময় সত্যজ্ঞান কবির অন্তরে
আলোকবর্তিকা হয়ে নিয়ত সন্তরে।
মৃতপ্রায় জগতের সৌন্দর্যের কথা,
কবিই শোনাতে পারে এনে মাধুর্যতা।
অন্ধকার যামিনীতে বিশ্বাস বন্ধনে
আলোর বৈভব আনে সাগর মন্থনে।
দুরাচারী কখনোই হয় না যে কবি,
দরবেশ সাধু তাঁরা; নহে আজনবি।
অনন্তের পথে গেলে, হারায় না তাঁরা,
অন্তরে গন্থিত রাখে চিনেছিলো যারা।
অতীতের সব নবী কবি ছিল; তাই,
সে-ই নাম উচ্চারণে কল্যাণ জানাই।
১১/০৩/২০২৪
ঢাকা।