( আজ বঙ্গবন্ধুর জন্মদিন। যিনি বলেছিলেন- সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না।)
জাতীয় জীবনে উজ্জ্বল তুমি, মর্ত্যের সংসারে
তির্যকভাবে আঘাত হেনেছো অত্যাচারীর বুকে।
শতদল যেন আলো ঝলোমল ফুটেছো অন্ধকারে;
জনগণ দেখে মুক্তির পথ বাঁচিবারে মহাসুখে।
নবীন সাহসে উচ্ছ্বল প্রাণে রাজপথে নামে তাঁরা,
কর্মযজ্ঞ চালায় সকলে তোমার দেখানো পথে।
শ্যামল ভূমিকে রঞ্জিত করে বুকের রক্তধারা;
অত্যাচারীরা পরাজিত হয়ে বেঁচে থাকে কোন মতে।
মুক্তির পথে এগিয়ে চললো পুরোটা বাংলাদেশ,
বিজয়-নেশায় প্রাণপণ লড়ে বাঙালি-মুক্তিসেনা।
পেলো স্বাধীনতা! বিনিময় তার- বহু প্রাণ, বহু ক্লেশ;
রইলো না কেহ গৃহকোণে বসে রক্তে শোধিলো দেনা।
মুক্ত বাতাসে পাল তুলে দেয় এষণার মাস্তুলে,
হরষিত মনে আশার প্রদীপ জ্বলছে যখন ধীরে;
কালকূট এসে দংশন করে সেই শতদল ফুলে!
নমিত হইলো জাতীয় পতাকা তোমার শরীর ঘিরে।
শতদলদের মৃত্যু হয় না, হয় না যে পরাজয়;
ফিরে আসে তাঁরা বারবার ভবে ফিনিক্স পাখি হয়ে।
রক্ত-ফোঁটায় জন্ম যাঁদের, তাঁরা আনে বরাভয়,
শক্তি-সাহস; প্রেরণা যোগায় দলিত বিশ্বজয়ে।
পিতা! তুমি সেই ফিনিক্স পাখি বাংলাদেশের বুকে;
বেঁচে রবে শত-লক্ষ বছর নির্যাতিতের মনে,
চিন্তা-চেতনে। রাখবো স্মরণে হাসি-আনন্দ-সুখে;
প্রেরণার গান নিত্য শোনাবে গভীর সঙ্গোপনে।
১৭/০৩/২০২৪
ঢাকা।