অহংকারের মস্ত বোঝা স্কন্দে নিয়ে চলতে গেলে,
পারবে না যে; হুমড়ি খেয়ে পড়বে তুমি গিরিতলে।
এবার না হয় মনের থেকে অহংকারের বোঝা নামাও;
বিশ্বাসের ভালোবাসায় ছুটে চলো সদলবলে।
শুদ্ধমনের শিষ্টাচারী শিক্ষাগুরু সবার কাছে,
সে যেন এক বিশাল সাগর; যার অতলে রত্ন আছে।
হিংসা-বিদ্বেষ-অহংকারের দুর্গন্ধের ময়লাগুলো
সরিয়ে দিয়ে শুদ্ধাচারী, নির্লোভতায় আপনি বাঁচে।
লোভ লালসার জগদ্দলে পড়লে চাঁপা, মানুষ জীবন
যায় হারিয়ে অন্ধকারে; উচ্চ থেকে হয় তার পতন
অমানিশার গহীন তলে; পচা-গলা আস্তাকুড়ে।
শুদ্ধাচারী হও রে এবার অহংকারী অশুদ্ধ মন!
১৩/০৩/২০২৪
ঢাকা।