জাত শুনে তোর লাভ কি হবে?
গুণ যদি তার না দেখিস।
ডিগ্রিধারী পন্ডিতেরা
ছলচাতুরির আন্ডা ভরা;
তুইও হবি ঘাটের মরা,
সত্য যদি না লিখিস।

লোহার আকর দেখতে কেমন?
- কিম্ভূতকিমাকার যেমন।
পুড়িয়ে তারে হয় তরোয়াল,
ছুরি-বটি, দা ও কুড়াল;
কাটতে পারবি আম-লাউ-তাল,
ধার দেখে তুই তা' কিনিস;
চিনবি তখন ঠিক জিনিস!

জাত দেখে বল্ লাভ কি হবে?
গুণ যদি তার নাইবা র'বে।
গুণের বিচার কর্;
গুণধারীরা নিঃস্ব হলেও
বিশ্বমাঝে হবেই সে অমর।

১১/০৩/২০২৪
ঢাকা।