কালের বাঁশির সুর শোনা যায়
জীবনপারের শেষ সীমানায়,
ব্যথার প্রদীপ নিভিয়ে ফেলি
তোমার সঙ্গসুখের আশায়।
হে রূপসী, চন্দ্রাবতী!
রহস্যময় অরুন্ধতী;
এবার না হয় প্রেম-সোহাগে
কোমল হাতে ধরো আমায়।
চাও যদিগো গুটিয়ে ফেলি
এ জীবনের সকল ছবি,
দুর্বিসহ জীবনজ্বালা
চাই না হতে দুখের কবি।
আঁধার-জীবন সরিয়ে নাও,
আলোয় আলোয় ভরিয়ে দাও;
হে প্রিয়তি! দয়া করে,
পুব-আকাশে জাগাও রবি।
২৮/০২/২০২৪
ঢাকা।