তুমিই আমার ধ্যানের সাকি
পান করালে ঈমানদারী,
মর্ত্যলোকে শর্তবিহীন
ছিলাম আমি ব্যাভিচারী।
আগুনজ্বলা রৌশনীতে
পুষ্প সাজাও ফুলদানিতে;
তোমার পরশ শান্ত করে
হাজার বেভুল-অত্যাচারী।
আমার মনের আয়নাতে আজ
ভাসে তোমার চিত্রখানি,
ভয় করেগো ছুটে যেতে
তোমার পানে, হে লাবনী!
আঁখির জলে ভাসি সদা,
কমলমুখী প্রিয়ংবদা;
তোমার চরণ পরশ পেতে
ধেয়ানে থাকি সারাক্ষণই।
১১/০৩/২০২৪
ঢাকা।