প্রিয়জনের মুখরতা তপ্ত হলেও, রেখো মনে,
ভালবাসে পরাণ ভরে, মঙ্গল চায় সংগোপনে।
যদি রাগে আড়ালে রয়
গোমড়ামুখে কথা না কয়;
বুঝবে তখন আর তো সে নাই জীবন পাশে তোমার সনে।
খানিকক্ষণের জীবন পথে নোংরা কথার তপ্তবাণী,
অসন্তোষের যন্ত্রণাতে নিত্য বাড়ায় দুঃখ-গ্লানী।
ক্ষাণিকটা সুখ-স্বস্তি তরে
দূরেতে রয় পরস্পরে;
ক্রমান্বয়ে বেড়ে চলে সমাজ মাঝে অপমানই।
অহংকারের অলংকারে সাজাও যত নিজের জীবন,
বাঁচার তাগিদ তীব্র হলেও দিনে দিনে হয় যে মরণ।
অল্পধনে তুষ্টি পেলে
সংসার হয় চিরকেলে;
নইলে জীবন হয় যে অসাড়, হয় যে শুধু রক্তক্ষরণ।
সন্তানেরা মানুষ হবে, শুদ্ধ মানুষ হয় যদি মা,
তারাই সত্যে সুন্দর হয়, যাদের কোনো নাই গরিমা।
হিংসা-বিদ্বেষ, অহংকারে
সব পুড়ে যায় ছারেখারে;
উড়নচণ্ডী মায়ের সন্তান ভালো রইতে পারেই না।
২৮/০২/২০২৪
ঢাকা।