হাজার বছর একসাথে বসবাস,
এই বাংলার প্রকৃতির সন্তান-
হিন্দু-মুসলমান।
একই নদীর জল, একই মাটির ফুল ও ফসল
ভোগ করে যায় তাঁরা, জীবন বাঁচাতে;
তবুও, বাড়েনি পরস্পরকে জানানোর সম্মান।

ঈদের সেমাই, পূজার নাড়ুর সম্পর্ক আছে শুধু!
গৃহের খবর রাখেনি কখনো ভক্তিতে প্রেমীমনে।
বিচ্ছিন্নতার উপহাস আর বিভেদ বেড়েছে ক্রমে,
নীরবে সংগোপনে।

কতো যে আন্দোলন মহামানবেরা করে গেছে আগে,
বিপ্লবী বাণী করেছে প্রচার মাঠে ময়দানে;
কাজের কাজটি হয়নি এখনো কিছু;
তাঁরাতো মিলেনি বুকে বুক রেখে, অকৃত্রিম আহ্বানে।

নাম ধরে ডাকে, হাতে হাত রাখে;
জড়ায় না বুকে, হায়! প্রিয়জন ভেবে।
দূরত্ব বাড়ে চিন্তা-চেতনে, ভাবনায়, ব্যবহারে;
দোঁহের মধ্যে দেখা হয় শুধু সামাজিক উৎসবে।

শোনো, যতদিন হবে না তাঁদের মিল,
সত্য-মিথ্যা গুজব ছড়াবে;
কান নিয়ে যাবে চিল।

০২/০৩/২০২৪
ঢাকা।