পাত্র ভরা রঙ্গিন শরাব
          দে' ভৃঙ্গারে, হে প্রিয়তি!
মাতাল হবো তোরই নামে
          অনুরাগে, সুধামতি।
      শিরিন সরাব পিইবো যতো,
      তৃষ্ণা আমার বাড়বে তত;
তোর পরশে শান্ত হবে
          আমার মেজাজ-মতিগতি।

০৯/০২/২০২৪
ঢাকা।