তোমার নামের শরাব পিয়ে
মত্ত হতে চাই যে আমি,
হে প্রিয়তি! পানশালাতে
তুমিই আমার দিশার স্বামী।
স্বর্গ থেকে সাকি পাঠাও,
পূর্ণ করে ভৃঙ্গারে দাও;
পান করে তা বেহুঁশ হবো,
বুঁদ রবো যে দিবসযামী।
০৯/০২/২০২৪
ঢাকা।