আমার চেয়ে সর্বহারা
          তোমার কাছে নেই কেহ আর,
চিরকালের গৃহহারা
          নেই কোন যার সুখ-সংসার।
      তোমার সোনার চিকন অধর,
      ছুঁয়ে দিলেই হবো অমর;
হে প্রিয়তি! দাও মুছে দাও
          এ জীবনের সকল আঁধার।

০৯/০২/২০২৪
ঢাকা।