খুশির শরাব দাও বিলিয়ে
          আজ হতে চাই মত্ত আমি,
ফুল্লমুখীর প্রেম দিওয়ানা!
          তাই কামনা দিবসযামী।
      ফুল ফোটাতে আচম্বিতে,
      তোমার বুকের ফুলদানিতে;
হে প্রিয়তি! দয়া করে,
          ভোলাও সকল ধার্ষ্টামী।

০৯/০২/২০২৪
ঢাকা।