আপন করে চাই যে তোমায়
স্নিগ্ধধারার রূপের বাহার,
সে দেখে না অরূপধারা,
বিত্ত যাঁচে চিত্ত যাহার।
সকল কিছু তোমার তরে,
দেই বিলিয়ে অকাতরে;
জগৎ মাঝে হে প্রিয়তি!
খুঁজে তোমায় পেলাম না আর।
০৯/০২/২০২৪
ঢাকা।