এবার ভাবো নতুন করে
          জীবন নহে চিরকালের,
চলে যাবে সকল ফেলে
          তুমি যে আর ফিরবে না ফের।
      রসের মেলায় বসে বসে,
      ভাবছো কিবা রাত-দিবসে!
বুকে পেলে প্রিয়তিকে;
          বলো, তোমার ভাবনা কিসের?

০৯/০২/২০২৪
ঢাকা।