ঝক চকমক রূপের বাহার
          হে উথুলা সুন্দরী!
ফুল্লমুখী বিধুপ্রিয়া
          প্রেম-অমিয় মনপরী।
      তোমার নামের শরাব বিলাও
      পাষাণ ব্যথায় সান্ত্বনা দাও;
পুষ্প ফোটাও ফুলবাগিচায়,
          হে প্রিয়তি অন্তরী!

০৯/০২/২০২৪
ঢাকা।