আজ তোমার দরগা, প্রেমিকের চোখে তীর্থস্থান;
হায়, কবি শামসুদ্দিন- তর্জমান-উল-আসরার!
উদাসীন সুফি তুমি, সমুদ্রের অতল আখ্যান-
অজস্র মণিমুক্তার; অন্ধকার নীল মঞ্জুষার।
প্রিয়ার তিলের তরে তৈমুরের সাম্রাজ্যের যশ-
সমরখন্দ বিলাও! দুরন্ত প্রেমিক সিরাজের।
শরাব সাধক-ধ্যানে খুঁজে গেছো সাকির পরশ,
সুদূর কল্পলোকের কাব্যদ্যূতী অনন্যলোকের।

ধর্মের আলখেল্লায় ওরা ছিলো অন্ধ ও বধির,
তারাই মেরেছে তীর সমুদ্রের তরঙ্গলীলায়;
পানশালা-মন্দিরে আছো সর্বত্র আজ; হে বীর!
অমিত শান্তির মহিমায়, বিপুল বিশালতায়।
মণিমানিক্য খচিত আকাশের পেয়ালার সাকি,
'বুলবুল-ই-সিরাজ' নামে তোমারেই নেয় ডাকি।

১৯/০২/২০২৪
ঢাকা।