নির্জন পাখির নাম- দুঃখময় সিদ্ধান্তহীনতা;
অথবা একাকী মেঘ উড়ে যাওয়া সুদুরের পানে।
আকাঙ্ক্ষার যন্ত্রণায় পৃষ্ঠ হতে নিজস্ব ক্ষমতা,
ইচ্ছার ও সুযোগের অভাবে সে মজে থাকে গানে।
তার সারাটা সকাল আলোছাড়া রাত্রির মতন-
রঙের স্পন্দনহীন কবরের নীরব সময়।
ট্রাজিক হিরোর মত অবনত রয় সারাক্ষণ;
স্বরযন্ত্র-গলবিল, নিঃশ্বাস-প্রশ্বাস স্তব্ধ হয়।

মহিমান্বিত সকল শোককারী সুস্বাদু ভোজের
পরে, অপ্রয়োজনীয় গল্প জুড়ে; সকল বিষয়ে-
রাজনীতি, অর্থনীতি; অতঃপর নিকৃষ্ট মৌজের
যৌনতাকে নিয়ে আসে উপহাসে, প্রফুল্ল হৃদয়ে।
ঈশ্বর ও ধর্মশালা বিচ্ছিন্ন ভঙ্গিতে ফিরে আসে
নির্জন পাখির নামে; কারণ, তারা যে ভালোবাসে!

১৭/০২/২০২৪
ঢাকা।