তোমার রূপের রৌশনীতে
ঝক চকমক বিশ্বজগত,
বিস্ময়ে তাই চেয়ে থাকি,
পেতে তোমায় চাই হিম্মত।
প্রেম-অমিয় বিলিয়ে দিয়ে,
হে রূপসী! এসো প্রিয়ে;
মিষ্টি রূপের দৃষ্টি দিয়ে
দেখাও এবার সরলা পথ।
০৯/০২/২০২৪
ঢাকা।