তোমার ছোঁয়ায় রাঙা হলো
          আমার প্রেমের ফুলবাগিচা,
হে প্রিয়তি! সত্যি কথা;
          একটুও যে কইনি মিছা।
      রক্তরাঙা আমার হৃদয়
      দিন-রজনী এই কথা কয়-
অন্ধকারে পথ হারানো
          বেভুলজনের তুমিই দিশা।

০৯/০২/২০২৪
ঢাকা।