অনুরাগের ফুল্লমুখী!
          বদন তোমার দীপ্ত অতি,
সূর্যত্যাজী শক্তিধারা
          সহিষ্ণুতায় বসুমতি।
      আমার মনের ইচ্ছা ও আশ,
      হতে তোমার দাসানুদাস;
দয়া করে দয়া করো,
          হে প্রিয়তি জ্যোতির্মতি।

০৯/০২/২০২৪
ঢাকা।