তোমার হাসির অরূপধারা
          ঝড় তুলে যায় আমার মনে,
যতই দেখি ততই ভাবি
         নীরবক্ষণে সংগোপনে।
     হাসির রেখার বিচ্ছুরণে,
     এ পানশালার সকল কোণে
আতশশিখা ঝলকে উঠে
          চমক লাগে দুই নয়নে।

০৯/০২/২০২৪
ঢাকা।