পরাণ ভরে দেখবো তোমায়
          মৃত্যুবিহীন জগত-মাঝে,
তাই ছুটেছি সকল ফেলে
          মরি এখন ভয়ে-লাজে।
      তোমার সকল প্রতিশ্রুতি,
      রাখিনিতো, হে প্রিয়তি!
তাই, করো না অবহেলা
          ঘৃণাভরে সবার মাঝে।

০৯/০২/২০২৪
ঢাকা।