তোমার রবির গভীর আলো
          আঁধার কাটে, হে প্রিয়তি!
নিঃস্বজনে বিশ্ব মাঝে
          পেলে তোমায়, কিসের ক্ষতি?
      রূপের ধারায় ভাসাও আমায়,
      তাই চেয়ে রই সাঁঝের বেলায়;
এবার এসে ঘোর করুণায়
          ফেরাও আমার মতিগতি।

০৯/০২/২০২৪
ঢাকা।