ফাগুনকালের আগুন নিভে
         ফুলবাগিচায় নামল ভাঁটি,
কাল কাটালি নেশার ঘোরে
          এখনও না হইলি খাঁটি।
      ঈর্ষাতুরের কুমন্ত্রণায়
      দিনরাত্রি সব ভেসে যায়;
হে প্রিয়তি! ফেরাও আমায়
          নইলে যে সব হবে মাটি।

০৯/০২/২০২৪
ঢাকা।