আমায় করে তোমার অলক
পলক তুলে তাকাও প্রিয়,
তোমার গুণের ঝলকধারা
ঢালছে প্রাণে প্রেম-অমিয়।
তোমার রূপের রৌশনীতে
কাঁপন জাগে আমার চিতে;
হে প্রিয়তি, স্নিগ্ধ কিরণ!
তুমিই আমার প্রাণ-আত্মীয়।
০৯/০২/২০২৪
ঢাকা।