তোমার দেহের দ্যুতিচ্ছটা
          আকুল করে অতৃপ্ত মন,
মুখ ফিরিয়ে থাকবে কতো?
          আঁখির আড়াল রও সারাক্ষণ।
      পরাণকাড়া প্রিয়ার সাথে
      থাকতে যে চাই দিনেরাতে;
হে প্রিয়তি! আমার এ মন
           তোমার লাগি' হয় উচাটন।

০৯/০২/২০২৪
ঢাকা।