আমার হৃদয় তীর্থপথিক
তোমার রূপের কুঞ্জ পথের,
আকুল এ মন রাত্রিদিবস
খুঁজে বেড়ায় সঠিক রথের।
নাম শুনেছি হে প্রিয়তি,
মুক্তিময়ী জগত-দ্যুতি;
ঘুরছি শুধু গোলকধাঁধায়
পথ যে দেখি হাজার মতের।
০৯/০২/২০২৪
ঢাকা।