আমার সকল ধ্যানে-জ্ঞানে
তোমারই নাম উঠছে সুরে,
রাজনন্দিনী হে প্রিয়তি !
তোমার বসত বিশ্বজুড়ে।
অপরূপা রূপের বাহার,
নেই তুলনা কোথাও যাহার;
সেই রূপসীর ছোঁয়া পেতে
মাতাল হয়ে যাচ্ছি ঘুরে।
০৯/০২/২০২৪
ঢাকা।