জীবনের সকল আশা ভালোবাসা মিছে সবি।
মানুষের মনে মনে
সঙ্গোপনে হিংসা-বিদ্বেষ সব দেখিবি।
যতক্ষণ শক্তি আছে
ততক্ষণ ভক্তি আছে
আঁধারে উঠবে জ্বলে প্রভাতবেলার আলোর রবি।
হারালে অর্থকড়ি
যাবে ছাড়ি একলা ফেলে সকল ভবি।
যারে তুই ভালোবাসিস
ভুবনে বেশি ভাবিস
ডুবাবে অতল জলে জীবনতরী এই জানিবি।
কখনো ফিরবে না সে
তোরই কাছে বিজন পথে একলা র'বি।
পিছনে দেখবি যত
বেদনা বাড়বে তত
ভুলে যা অতীত দিনের কান্না-হাসি, সুখি হবি।
সমুখে আলোর রেখা
যায় যে দেখা মরণ পাড়ের সাঁঝের রবি।
০৮/০২/২০২৪
ঢাকা।