মানুষ বৃক্ষের মতো
প্রতিটি সত্ত্বার আছে অবস্থান আলাদা আলাদা
একজোট হয়ে বেঁচে থাকে তারা কোন এক দ্বীপে
মনে হয়, একতাবদ্ধতার শৃঙ্খলে জড়াজড়ি করে বেঁচে আছে
অথচ সে, নিজেই নিজের রস শুষে নিতে হয়
নিরেট মৃত্তিকা থেকে, জল থেকে আর বায়ুর শরীর থেকে
অপরের কোন সাহায্যবিহীনভাবে
নিজের ফুল, নিজের ফল,
পত্রপল্লব, শাখা-প্রশাখা নিজেই ফোটায় একা একা
নিঃশব্দ একাগ্রতায় নিরন্তরভাবে কাজ করে
অবিরাম প্রজন্মের থেকে প্রজন্মান্তর অবধি
মানুষের এ সমাজ কোন এক বনানীর মতো
দূর থেকে দেখে যাই- তারা জড়াজড়ি করে আছে
সংসারে, সমাজে আর পৃথিবীর বুকে।
সে এক বিস্ময়কর মহা-দৃষ্টিভ্রম!

০৫/০২/২০২৪
ঢাকা।