সে-ইতো আমার প্রিয় সুজন,
বিশ্বভূবন করেন সৃজন, উপাস্যজন;
অসীম দয়া অন্তরে যার বিরাজ করে।
দৃশ্য এবং অদৃশ্যতায়, সূক্ষ্ম এবং বিশালতায়;
পাহাড়-সাগর-অন্তরীক্ষে, বৃক্ষমূলে, লতায়-পাতায়,
অদৃশ্যতায় দৃশ্যমানের জাজ্বল্যমান রূপটি ধরে।
সে-ইতো আমার প্রিয় সুজন;
অসীম দয়া বিরাজ করে সে অন্তরে!
খুঁজছি তাঁরে বন-জঙ্গলে, গিরি-পাহাড়-সাগর জলে;
হয়রান হই পেরেশানে, পাই না তাঁরে কোনখানে;
জনে জনে জিজ্ঞাসিয়া এলেবেলে শুধুই ঘুরি।
চক্ষুমুদে নেহার করি' খুঁজি নাকো
খিল দেয়া নীল রুদ্ধঘরের অন্ধকারে
প্রাচুর্যময় রূপের ধারায় স্তরে স্তরে বিরাজ করে
যার অন্তরে; অসীম দয়া সন্তরে যায় কলস্বরে।
তাঁরে রেখে ঘরের মাঝে, যাচ্ছি খুঁজে দূরে দূরে।
২৫/০১/২০২৪
ঢাকা।