তুমি আজ হয়ে যাও উদাসীন, তাঁদের মতোন;  
যারা রাব্বিকে চিনেছে গোপনে গোপনে।
কবর হাশর পুলসিরাত এবং জাহান্নাম  
ভেবে ভেবে নিশিদিন রক্তিম করেছে দু'নয়ন,
অশ্রু দিয়ে ভিজিয়েছে কোমল কপোল;
ঠিক তাঁদের মতোন একজন হয়ে যাও তুমি।
সীমাহীন ভালোবাসা পেতে,
যে চিনেছে আল্লাহকে, অগ্রাধিকার দিয়েছে তাঁকে;
তাঁর অন্তর ভরিয়ে দেন প্রভু প্রভূত প্রাচুর্যে,
সান্নিধ্যে রাখেন তাঁকে।

দুনিয়ার ব্যস্ততায় সকলের স্বাধীনতা আছে-
আলো আর অন্ধকার পছন্দ করার;
এ যে তার জন্মগত অধিকার বাঁধাহীনভাবে।
অজুহাতের নিপুন শত ভণিতায়
চলে যেতে পারে চিরতরে
আলোতে অথবা অন্ধকারে;
এটা তার পছন্দের ব্যাপার-স্যাপার।
তাহাজ্জুদগুজার বান্দাকে দেখা গেছে
আলোকের পথ থেকে সরে যেতে দূরে
দম্ভভরে দুঃসাহসে; পলকের মধ্যে
রাস্তা ভুলে অন্ধকারে চলে যেতে চিরদিন তরে।

হে আমার মন!
এই আধুনিক সময়েও হারিয়ে যেও না তুমি,
মোহময় অন্ধকারের বর্তুল পথে।

২২/০১/২০২৪
ঢাকা।