অনেক দিনের পরে তোমায় কাছে পেলাম
আজকে; তাই,
ঘাড়ের কাছে চিবুক রেখে রঙিন করি
সাঁঝকে তাই।
আর্তনাদে বললে তুমি, করছোটা কি
এই বেলা?
দেখলে আমায় জড়িয়ে ধরো রাহুর মতন
কোন্ খেলা?
নিশ্চল মন উঠলো হেসে সাগর পাড়ের
ঝাউবনে;
শোঁ শোঁ শব্দে বাতাস বহে আধফোটা স্বর
কে শোনে?
এলিয়ে দিয়ে গ্রীবাখানি জড়িয়ে ধরো
দুই হাতে;
চাপার গন্ধে ভরিয়ে দিলে বিশ্বভুবন
সেই রাতে।
উঠলো কেঁপে সাগর-নদী, চন্দ্র-সুরুজ
প্রেম-দাহন;
দ্রাক্ষারসের মাধুরতা ক্লান্ত জিভের
আলিঙ্গন।
ছুটলো শরার উজানমুখে ভাসছি আমি
হাওয়ার 'পর;
অজ্ঞানেরই তিমির তলায় দেখি তখন
অসীম চর।

২১/০১/২০২৪
ঢাকা।