সেদিন মানুষ হবে উদ্ভ্রান্ত, বিক্ষিপ্ত।
সুদৃঢ় পর্বতমালা পশমের মতো
উড়ে যাবে চতুর্দিক; যারা ছিলো লিপ্ত
অসৎকর্মের প্রতি; মন্দ, অবিরত;
অতলস্পর্শী গহ্বর বাসস্থান হবে
তাদের। যার ভেতরে জ্বলন্ত আগুন
অব্যাহতভাবে দাউ দাউ জ্বলে। তবে,
তাঁরা নয়, যাদের আছে সৎকর্মগুণ।
এমন মহাবিপদ কি? তুমি জানো তা,
হে আমার গোমরাহী পতিত মনন!
সুখী জীবন-যাপন পেতে, আবিলতা
যতো মনের ভেতরে, করো বিমোচন।
সেই বিপদের দিন বেশিদূর নয়;
তুমিও পতিত হবে জানিও নিশ্চয়।
১৯/০১/২০২৪
শান্তিবাগ, ঢাকা।
(পবিত্র মহাগ্রন্থ আল কোরানের ১০১ নম্বর সুরা আল কারিআহ-এর ভাবদর্শনে লেখা)