তুমি কি শুনেছো শিশিরের সুর, কুয়াশার গান?
তুমি কি দেখেছো বিস্তৃত মাঠে লালখামা ধান
সোনার চাদর বিছায়ে রেখেছে? আকাশের নিচে
সবল কৃষক কৃষাণীকে নিয়ে হরিষে নাচিছে?
তুমি কি শুনেছো পাখির বেহাগ, নদীর বিলাপ?
প্রকৃতির বুকে ধূসর অরণ্যের অভিশাপ?
আমিতো শুনেছি, সেইসব কথা, বাজে ঝনঝন;
মানুষের প্রতি মানুষের রূঢ় কথোপকথন।
পৃথিবীর মাঝে মানুষ চিনলে চেনা যায় সব,
জীবন থাকতে অকালে বন্ধ হয় কলরব।
এক জীবনের বন্যার শেষে আজো বেঁচে আছি,
তবুও যে নাই অমিতাভ জীবনের কাছাকাছি।
একটি পাখির মতো বেঁচে আছি ব্যস্ত শহরে,
বেপাত্তা হয়ে; সুখ খুঁজে যাই প্রতিটি প্রহরে।
১৮/০১/২০২৪
ঢাকা।