টুপটাপটুপ পড়ছে শিশির,
নিশির শেষের বেলা;
জুবুথুবু হয়ে পথিকেরা চলে
ফোঁসফোঁস স্বরে তাঁরা কথা বলে
শীতরানী এলো চুপি চুপি পায়ে
আজব রকম খেলা।
যাদের অনেক গরম পোশাক,
তারাই আরামে আছে;
রাস্তার পাশে ঘুমাইছে যারা
প্রচণ্ড শীতে বুঝিতেছে তারা
শীতের প্রকোপ কতটুকু বেশি?
জানিও তাঁদের কাছে।
যুবক খায়েশ জেগেছে হৃদয়ে
নদীর পিপাশা নিয়ে;
ঘরের দরোজা-জানালা বন্ধ
বেহুলা-বাসর নাই যে রন্ধ্র
বিবাগী বাউল-হৃদয় কাঁপিছে
বিরহ-মদিরা পিয়ে।
অমল সোনার রাঙা পায়ে এসো
মেনকা যুবতী তুমি;
সাধনার শেষ ভেসে যাক আজ
জাগুক সাহস ভুলে গিয়ে লাজ
তোমার পরশে পবিত্র হোক
আমার দেহের ভূমি।
১৫/০১/২০২৪
ঢাকা।