সবুজের ময়দান ঘুরে ঘুরে সকালে-বিকালে
প্রতিদিন অহরহ খুঁজে ফিরি কবিতার খাতা,
শান্ত-স্নিগ্ধ ভালোবাসাময় মায়ের আদর।
কুয়াশা চাদরে ঢাকা ঘুমন্ত ফুল-ফসলের
মোলায়েম ছোঁয়া, স্বপ্নিল প্রেমময় সরলতা।
স্মৃতির চাতালে ধীর পদলয়ে খুঁজে যাই সেই
পুরনো দিনের বর্ণিল ঘাস- মিহিন রঙিন,
গোপনে গোপনে মননে বাড়ায় বহু ব্যাকুলতা।
শিশিরে সিক্ত ঘাসের ডগায় তখনো লাগেনি
সূর্যের ছোঁয়া, হয়নি মুক্তো রোদের প্রভাবে।
আমরা দু'জন ওমের মমতা ভুলে, ঘর ছেড়ে
পুকুরের পাড়ে ছুটে যাই কুল-বৃক্ষের তলে।
সে সব স্মৃতির উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছে
নীরবে, সুপ্ত মনের গুপ্ত চারণ ভূমিতে।
১৪/০১/২০২৪
ঢাকা।