ভোরের কুয়াশা ঘিরে
শীত নেমে আসে ধীরে
মেঘনা নদীর তীরে
সূর্যের তীব্র উত্তাপ চাই।
সকল জড়তা কেটে
সাহসীরা এসো হেঁটে
থেকো নাকো ক্ষুধা পেটে
এছাড়া আর উপায় নাই।
বৈষ্ণব কবিতা ছেড়ে
বিদ্রোহীর মতো তেড়ে
মুক্তির পতাকা নেড়ে
জাগো মেঘমল্লারের গানে।
গীতগোবিন্দের শ্লোক
মানুষের বাণী হোক
ধরা হবে সুরলোক
অসত্যের মিথ্যা অবসানে।।
১২/০১/২০২৪
ঢাকা।