মান ভেঙেছে অভিমানীর
মান ভেঙেছে তাঁর;
হেসে যখন উঠে তখন
বাজে বীণার তার।
মনের যত ব্যাকুলতা
প্রাণের সকল গোপন কথা
নদীর জলের ঢেউয়ের মতো
দোলে বারেবার।
গোমড়া আকাশ ফর্সা হলো
রোদের ছোঁয়া পেয়ে,
বনের হাজার পাখ-পাখালি
উঠল যে গান গেয়ে।
কেটে গেলো আঁধার যত
যেন সুরুজ শত শত
উঠলো হেসে অবশেষে
ঘুচলো অন্ধকার।
১০/০১/২০২৪
ঢাকা।