আমার এ সূক্ষ্মতর বোধের অঙ্গনে
তোমার নির্মল স্থান জন্মান্তর ধরে
শ্রদ্ধায় বিশ্বাসে স্নেহে; অকৃত্রিম মনে
চিরকাল রহো তুমি গভীর অন্তরে।
তুমি শুধু নারী নও জগত সংসারে,
একটি প্রাণের স্বপ্ন; নিত্য বিকশিত
অকৃত্রিম মমতায়; ভুলতে কি পারে
কখনো তোমারে? রহো মননে নিহিত।

প্রক্ষিপ্ত আশার মধ্যে তোমার মূরতি
আলোর ঔজ্জ্বলে জ্বলে নবতর রূপে,
পৃথিবীতে; তুমি কি তা বোঝ না প্রিয়তি?
তুমিহীন পড়ে থাকি জঞ্জালের স্তুপে।
যে জলে তৃষ্ণা মেটে না, কেবা তারে চায়?
বৃষ্টিজল কামনায় চাতক তরপায়।

০৯/০১/২০২৪
ঢাকা।