ও... আল্লাহ রহমান!
পৃথিবীর মাঝে তোমার কতো যে শান!
আলো-বায়ু-জল দিয়ে করেছো সৃজন,
সুন্দর করে এই মাটির ভুবন।
ও... আল্লাহ রহমান!
পৃথিবীর মাঝে তোমার কতো যে শান!
সৃষ্টির সেরা করে গড়েছো মানুষ,
দিয়েছো তারে তুমি প্রেম আর হুঁশ।
ও... আল্লাহ রহমান!
পৃথিবীর মাঝে তোমার কতো যে শান!
ভুল নেই সৃষ্টিতে মহাবিশ্বেতে,
যতো দেখি বিমোহিত হই নিজ থেকে।
ও... আল্লাহ রহমান!
পৃথিবীর মাঝে তোমার কতো যে শান!
২২/১১/২০২৩
ঢাকা।