হারুন ভাইয়ের ভাতের হোটেল
নাম ছড়াইছে বিশ্বময়,
পাতি নেতা, হাতি নেতা
খাইয়া সবাই তৃপ্ত হয়।
নায়কে খায়, নায়িকা খায়
মাছ মাংস ঝাল দিয়ে,
কন্টেন্ট ক্রিয়েটর হিরো
আলমও খায় ডাল দিয়ে।
ভর্তা-ভাজি, শাক-সবজি
ফল-ফলাদি কত কি!
তৃপ্তি করে খায় বাঙালি
আরও যে খায় মার্কিনি।
ছোট-বড় নাই ভেদাভেদ
হতে ডিবি-র মেহমান,
তাই বুঝি আজ গাইছে সবাই
হারুন ভাইয়ের জয়গান।
দুপুরবেলায় যে জনই যায়
সবাই যে পায় আপ্যায়ণ,
আমার সোনার বাংলাদেশে
সব অফিসই হোক এমন।
০৫/০১/২০২৪
ঢাকা।