(ইনস্টাগ্রাম, বিশেষ করে রিলস (Instagram Reels) দেখার অভ্যেস থাকলে, তানজানিয়ার বিখ্যাত কিলি পল ও নিমা পল নামের ভাই-বোনকে নিশ্চয়ই চেনেন। তাঁদের প্রতি শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রেখে আমার এ লেখা)

শুদ্ধ আত্মার নিজস্ব সৌন্দর্যের কাছে
দারিদ্রের হাহাকার হয় ম্রিয়মান;
বিস্ময়কর বিশ্বাস জেগে ওঠে প্রাণে
অতুল সুখের আলো জ্বলে অফুরান।
জীবনের স্বাভাবিক ইতিবাচকতা
ধরা দিলে স্বাচ্ছন্দের মনের ভেতরে;
চিত্তাকর্ষক নৃত্যের নিটোল মুদ্রায়
হাসে আনন্দের নদী তরঙ্গে তরঙ্গে।
ঈশ্বরের উপহার সম্মৃদ্ধ হৃদয়
মর্ত্যে সৌরভ ছড়ায় দেশ-দেশান্তরে;
চির তারুণ্যের দ্যুতি পরিপূর্ণতায়
অবিরাম খেলা করে অন্তরে অন্তরে।
এ বিশ্বে তেমনি কিলিপল-নিমাপল,
সাফল্যের সিঁড়ি বেয়ে ওড়ে অনর্গল।

০৪/০১/২০২৪
ঢাকা।