অনন্তমধুরা তুমি; যৌবনের সুধা
তুলে আনো কল্পনায়; পূর্ণিমানিশিথে
আকাঙ্ক্ষাময়ী। অতৃপ্ত বাসনার ক্ষুধা
নিমেষে জাগিয়ে তোল অক্ষয় সঙ্গীতে।
তপ্তরৌদ্র হতে নেমে এসো ছন্দস্রোতে
পুষ্পচ্যুত বসন্তের জীর্ণ-ক্লিষ্ট দেশে;
অফুরান মহিমার সুরভিত পথে
নিয়ে যাও পথিকেরে নিত্য ভালোবেসে।

যতোবার ছুটে যাই পরিশ্রান্ত হয়ে,
সযতনে ঢেকে রাখো কনক অঞ্চলে
মমতাময়ীর মতো। কোমল হৃদয়ে
জড়াইয়া ধরো; অতঃপর, যাও চলে
সুদূরের বিথিকায়- সবুজ বলয়ে:
অথবা উদার নীল আকাশের তলে।

০৩/০১/২০২৪
ঢাকা।