কি চাও তুমি জগৎ মাঝে-
ডলার-পাউন্ড, ইউরো-রুবেল;
ইয়েন-রুপি, দিনার-টাকা,
বাত-দিরহাম, লিরা-শেকেল?

পাইবে যতো যাইবে ততো
থাকবে নাতো কিচ্ছুটি তার;
তিন টুকরো সফেদ কাপড়
থাকবে এসব সব সমাচার।

কর্মফলের রসের ভাণ্ড
মধুর হলে ভুধরেতে;
নদীর মতোন যাবে ব'য়ে
দীর্ঘ সময় ধরণীতে।

শুদ্ধাচারে শুদ্ধ হলে
চিত্ত হলে লালসাহীন;
জগতব্যাপী মুর্তময়ী
বেঁচে র'বে দীর্ঘদিন।

০১/০১/২০২৪
ঢাকা।