এসো, এসো, এসো আমার
বিনোদিনী রাই,
দিনের শেষে সন্ধ্যা হলো
বেলা বেশি নাই।
চপল পায়ে নূপুর পরে
এসো আমার কুঁড়ের ঘরে
পুষ্পে সাজাই তোমার তরে
যার তুলনা নাই,
বিনোদিনী রাই।
দূর আকাশে সন্ধ্যাতারা
তোমার অপেক্ষাতে
প্রহর গোনে ম্লান নয়নে
এ বিজন রাতে।
পথে পথে ফুটলো যে ফুল
যমুনার জল ভাসায় দু'কুল
মনোহরা, নাই তোমার তুল
বাঁশি বলছে তাই,
বিনোদিনী রাই।
১৫/১২/২০২৩
ঢাকা।