দ্বারে দ্বারে খুঁজি তারে পাই নাকো কেঁদে যাই
ঠিক নীতি পৃথিবীতে চাই শুধু হামেশাই
একা একা ছুটে যাই নীতিহীন দেশে ভাই
নাই নাই কিছু নাই ফিরে আসি শেষে তাই।
বলি তারে করজোড়ে এসো ফিরে এই ঘরে
একসাথে দিনে রাতে রবো মিলে জল-ঝড়ে
কড়কড়ে ভালোবাসা জেগে ওঠে ধরফরে
আঁখি নীরে বহুদূরে ভেসে যায় তরতরে।
সাগরের তীরে তীরে ঘুরি ফিরি দিনরাত
উৎসবে অনুভবে ভুলি যাই জাতপাত
রীতিনীতি প্রীতি-গীতি ভুলি অভিশম্পাত
চাই শুধু খাঁটি প্রেম ভুলে গিয়ে অভিঘাত।
ওগো সুন্দর তুমি কত দূরে রও আজ
চলে এসো ধীরপায়ে ফেলে দিয়ে সব কাজ
ভুলে গেছি জীবনের যতসব ভয়-লাজ
তুমি এসে দিয়ে যাও জীবনের কারুকাজ।
২০/১২/২০২৩
ঢাকা।