কী পিরিতি শিখাইলি আমায়, রে বন্ধু।
ভুলি ভুলি মনে করি,
(আমি) ভুলিতে না পারি,
কি মন্ত্রণা দিলি রে আমায়। (২)
তোর পিরিতের মোহন ধারা,
আমার জীবন করছে সারা;
ঘরের বাহির টেনে নিয়ে যায়, রে বন্ধু।
আমি ফুলকলি,
বলছে বাগানের মালী
যৌবন নাকি আসলো আমার গায়। (২)
প্রেম-পিরিতির কতো জ্বালা?
বুঝলি নারে প্রাণের কালা;
প্রেম আগুনে অঙ্গ জ্বলে যায়, রে বন্ধু।
কলঙ্কিনী বলে লোকে,
কেমনে বোঝাবো তোকে?
ভয়ে মরি ভীষণ লজ্জায়। (২)
পাইলে তোরই দরশন,
দিতাম সকল বিসর্জন;
তোরে লইয়া থাকতাম নিরালায়, রে বন্ধু।
০৯/১২/২০২৩
ঢাকা।