আজ বিজয় দিবস! আমাদের বিজয় দিবস!
তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে প্রাপ্ত এইক্ষণ;
দুই লক্ষ জননীর বিষাদিত কান্নার ফসল,
এই বিজয় দিবসে উপস্থিত হয়েছি সকলে।
নবীন-প্রবীণ-শিশু সমবেত এই স্মৃতিসৌধে,
লাল-সবুজের রঙে ছেয়ে গেছে সমস্ত প্রাঙ্গণ;
বিনম্র শ্রদ্ধায় নত আমাদের শাণিত চেতনা,
বীর সন্তানের প্রতি প্রক্ষিপ্ত নীরব ভালোবাসা।
শীতের কুয়াশা ছিঁড়ে জেগে ওঠে সোনালী সুরুজ,
উৎসর্গের ডালি নিয়ে মানুষেরা সমবেত আজ-
কৃষক-শ্রমিক থেকে রাষ্ট্রপতি ও কূটনীতিক,
বিদ্যালয়ের অধ্যেতা, সকলে এসেছে স্মৃতিসৌধে।
দেখো, আকাশ ছেয়েছে অরূপ বর্ণিল কারুকাজে,
মানুষের পদভারে কেঁপে ওঠে ধূসর মৃত্তিকা,
পাখির কাকলি শুনি চারিদিকে বেদনা বিধুর,
ফুলের সুবাসে ভরে উঠে আজ সবুজ স্বদেশ।
সুসজ্জিত বাহিনীর বিউগলে বিউগলে বেজে ওঠে
করুণ সুরের রাগ, এক অপার্থিব দ্যোতনায়!
সুনসান নীরবতা নেমে আসে এই বাংলাদেশে;
আজ বিজয় দিবস! আমাদের বিজয় দিবস।
এ বিজয়ের কী লক্ষ্য ছিলো? চোখ মুদে ভেবে দেখো-
অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশে গণতন্ত্র,
ক্ষুধামুক্ত সমাজের দৃঢ় ঐক্যবদ্ধ অগ্রগতি;
সমস্ত অপশক্তির পরাজয়ে মুক্ত বাংলাদেশ।
হায়! সমৃদ্ধির পথে এখনো যে বহু অন্তরায়;
মোক্ষলক্ষ্যে জেগে ওঠো প্রজন্মের সূর্য সন্তানেরা।

১৬/১২/২০২৩
ঢাকা।