শুশকের মতো হুঁশ করে ওঠো; তারপর, যাও চলে;
ভাবলেশহীন ভাবনাবিহীন- 'ভালোবাসি' এই বলে।
যতো বলি- 'এসো, পাশে এসে বসো, প্রণয়ের কথা কই';
তুমি চলে যাও, শুধু বলে যাও- আমিতো মানুষ নই।
শুধু জানিলেম, মানুষের প্রেম অকালে ভূতলে ঝরে;
নিয়তির খেলা দেখিয়াছি ম্যালা মৃত্তিকার ভূধরে।
যতো গর্জন ততো অর্জন হয় না জীবনে আর;
সব শেষ হলে এই মহীতলে বেঁচে থাকে অবিকার।

চিন্তা-চিতায় পোড়ে সে সদায়, নিতি অঙ্গার হয়;
তবু কি প্রকারে পৃথিবীতে তারে মানুষ পিরিতি কয়?
তপ্ত অনলে ভষ্ম সমূলে পতঙ্গরূপ মরে,
বারবার এসে যায় ভালোবেসে কামনার অন্তরে।
হায়, ভালোবাসা! চিত্ত-হতাশা অন্ধজনের আলো,
চারিদিকে জ্বলে কী কৌতূহলে আপনার গৃহ কালো।

০৯/১২/২০২৩
ঢাকা।